সকল প্রকল্প সমুহ নিম্ন রুপ:
০১। নওদাবাস হাটখোলা হইতে আরম্ভ করিয়া দামোদারের বাড়ী হইয়া গোতামারী ইউনিয়নের সীমানা পর্যন্ত রাস্তা পূন মেরামত।
০২। নওদাবাস কালীমোহন তফ:শিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট।
০৩। কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট।
০৪। জোড়াশাল রাস্তা মেরামত।
০১। ধওলাই মৌজার বাবুর বাড়ী হইতে কালীগঞ্জ সীমানা পর্যন্ত রাস্তা মেরামত।
০২। কেতকীবাড়ী মৌজার সোলায়মানের বাড়ী হইতে কালীগঞ্জ সীমানা পর্যন্ত রাস্তা মেরামত।
০৩।পশ্চিম নওদাবাস বিশু মিয়ারবাড়ী হইতে আরম্ভ করিয়া নওদাবাস ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত রাস্তা মেরামত।
কাবিটা প্রকল্পের তালিকা:
অত্র ইউনিয়নে কাবিটা তালিকা নাই।
০১। তথ্য কেন্দ্রে ল্যাবটপ, টেবিল, চেয়ার, আলমিরা, সরবরাহ।
০২। কৃষকদের মাঝে স্প্রে মেশিন সরবরাহ।
০৩। স্যানিটেশনের জন্য রিং স্লাব সরবরাহ।
০৪। নিরাপদ পানির জন্য অত্র ইউনিয়নের বিভিন্ন মৌজায় নলকুপ স্থাপন।
০৫। অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসাধারনের রসার জন্য সিমেন্টের বেঞ্চ নির্মান।
০৬। অত্র ইউনিয়নের বিভিন্ন মৌজায় ইউড্রেন নির্মান।
জি আর প্রকল্প সমুহ:
অত্র ইউনিয়নে জি আর এর কোন তালিকা নাই।
এলজিডি প্রকল্প সমুহ:
বরাদ্দকৃত টাকাঃ ৮০,০০০/= (আশি হাজার টাকা মাত্র)
প্রকল্পঃ অত্র ইউনিয়নের গরীব জন সাধারনের মাঝে বিনা মূল্যে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনের রিং ও স্লাব সরবরাহ করনের জন্য প্রকল্প।
প্রকল্প কমিটি
০১. জনাব নারায়ন চন্দ্র বর্মন চেয়ারম্যান প্রকল্প সভাপতি
০২. গীতা রানী ইউ.পি সদস্য প্রকল্প সচিব
০৩. সুধীর চন্দ্র বর্মন ইউ.পি সদস্য প্রকল্প সদস্য
০৪. মোঃ আ: ছাত্তার শিক্ষক প্রকল্প সদস্য
০৫. মোঃ আব্দুল করিম মৌলভী প্রকল্প সদস্য
০৬. মোঃ আব্দুর রশিদ গন্যমান্য প্রকল্প সদস্য
০৭. মোঃ ওছমান গণি গণ্যমান্য প্রকল্প সদস্য
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস